
চরফ্যাসন (ভোলা) থেকে,জামাল মোল্লাঃ চরফ্যাসন শশীভূষণ থানার অন্তর্গত বকশীঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ফরাজী ব্রিকস ফিল্ড গুঁড়িয়ে দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার বিকালে ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তায় চরফ্যাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন এ অভিযান পরিচালনা করেন।ব্রিকস ফিল্ডে শ্রমিক ও দায়িত্বশীল কাউকে না পাওয়ায় শাস্তি প্রদান করা সম্ভব হয়নি।
এ সময় উপস্থিত ছিলেন, চরফ্যাসন উপজেলা সহকারী (ভূমি) কমিশনার রিপন বিশ্বাস, চরফ্যাসন ফায়ার সার্ভিস ষ্টেশন ইনচার্জ মোঃ আসাদুজ্জামান লিখন ও দুলারহাট থানার অফিসার ইনচার্জ মোরাদ হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই কৃষি জমিতে ইটের ভাটা নির্মাণ, কয়লার পরিবর্তে কাঠ দিয়ে ইট ভাটা পরিচালনার অভিযোগে ফরাজী ব্রিকস গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ব্রিকসটিতে শ্রমিক ও দায়িত্বশীল কাউকে না পাওয়ায় কোন ধরনের শাস্তি প্রদান করা হয়নি। তিনি আরো বলেন, চরফ্যাসন উপজেলায় এ ধরনের সকল ইট ভাটায় অভিযান অব্যহত থাকবে।





















