ভিয়েনা ০২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

অস্ট্রিয়ায় বাড়তে পারে শীতের প্রকোপ: আবহাওয়া দফতরের পূর্বাভাস

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫২:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১
  • ৬ সময় দেখুন

নিউজ ডেস্ক থেকে,কবির আহমেদঃ রবিবার ৩ জানুয়ারী অস্ট্রিয়ার আবহাওয়া দফতর সেন্ট্রাল ইনস্টিটিউট অফ মেটিরিওলজি অ্যান্ড জিওডাইনামিক্সের (জেডএএমজি) এক বিজ্ঞপ্তিতে জানান,আগামীকাল সোমবার থেকে অস্ট্রিয়ার পশ্চিম ও দক্ষিণাঞ্চলে প্রচন্ড ঠান্ডা আবহাওয়া বিরাজ করবে। বিশেষ করে পশ্চিম অস্ট্রিয়ার তাপমাত্রা মাইনাস -১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে বলে বলা হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে এই অঞ্চলে সমতল ভূমিতে ব্যাপক তুষারপাতের ফলে তাপমাত্রা ক্রমশ হ্রাস পেতে থাকবে। আগামীকাল তাপমাত্রা +৬ ডিগ্রি হলেও সপ্তাহের শেষে তা মাইনাস -১০ এ নেমে আসতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। অস্ট্রিয়ার আল্পস পর্বতের বিপরীত দিকে ইতালির উত্তরাঞ্চলে তুষারপাত অব্যাহত রয়েছে এবং দক্ষিনাঞ্চলে প্রবল ঝড় বইছে৷ ইতালির আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে এই অঞ্চলে আরও তুষারপাত ও তাপমাত্রা আরও হ্রাস পেয়ে মাইনাসে চলে যাবে।

রাজধানী ভিয়েনার তাপমাত্রাও আগামীকাল থেকে হ্রাস পাবে। আগামীকাল তাপমাত্রা +৩ ডিগ্রি সেলসিয়াস হলেও সপ্তাহের শেষে মাইনাস – ৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। আগামী শনিবার ৯ জানুয়ারী ভিয়েনায় পুনরায় তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

অন্যদিকে আজ অস্ট্রিয়ায় করোনায় নতুন করে সংক্রমিত সনাক্ত হয়েছেন ১,৪৬৬ জন এবং মৃত্যুবরণ করেছেন ৪৯ জন। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে সংক্রমিত সনাক্ত হয়েছেন ১৫৭ জন। অন্যান্য রাজ্যের মধ্যে NÖ রাজ্যে ৩৮২ জন,Salzburg রাজ্যে ২৭৪ জন,Tirol রাজ্যে ২১৫ জন,OÖ রাজ্যে ১৯৪ জন,Kärnten রাজ্যে ১১৩ জন,Steiermark রাজ্যে ৮০ জন,Vorarlberg রাজ্যে ৫২ জন এবং Burgenland রাজ্যে ৪৯ জন করোনায় নতুন করে সংক্রমিত সনাক্ত হয়েছেন। অস্ট্রিয়ায়

এই পর্যন্ত মোট করোনার আক্রান্তের সংখ্যা ৩,৬৫,৭৬৮ জন এবং মৃত্যুবরণ করেছেন ৬,৩২৪ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন ৩,৩৮,৫৫৪ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ২০,৬১৩ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ৩৬৩ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২,২২৭ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

Tag :
জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অস্ট্রিয়ায় বাড়তে পারে শীতের প্রকোপ: আবহাওয়া দফতরের পূর্বাভাস

আপডেটের সময় ০৬:৫২:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১

নিউজ ডেস্ক থেকে,কবির আহমেদঃ রবিবার ৩ জানুয়ারী অস্ট্রিয়ার আবহাওয়া দফতর সেন্ট্রাল ইনস্টিটিউট অফ মেটিরিওলজি অ্যান্ড জিওডাইনামিক্সের (জেডএএমজি) এক বিজ্ঞপ্তিতে জানান,আগামীকাল সোমবার থেকে অস্ট্রিয়ার পশ্চিম ও দক্ষিণাঞ্চলে প্রচন্ড ঠান্ডা আবহাওয়া বিরাজ করবে। বিশেষ করে পশ্চিম অস্ট্রিয়ার তাপমাত্রা মাইনাস -১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে বলে বলা হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে এই অঞ্চলে সমতল ভূমিতে ব্যাপক তুষারপাতের ফলে তাপমাত্রা ক্রমশ হ্রাস পেতে থাকবে। আগামীকাল তাপমাত্রা +৬ ডিগ্রি হলেও সপ্তাহের শেষে তা মাইনাস -১০ এ নেমে আসতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। অস্ট্রিয়ার আল্পস পর্বতের বিপরীত দিকে ইতালির উত্তরাঞ্চলে তুষারপাত অব্যাহত রয়েছে এবং দক্ষিনাঞ্চলে প্রবল ঝড় বইছে৷ ইতালির আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে এই অঞ্চলে আরও তুষারপাত ও তাপমাত্রা আরও হ্রাস পেয়ে মাইনাসে চলে যাবে।

রাজধানী ভিয়েনার তাপমাত্রাও আগামীকাল থেকে হ্রাস পাবে। আগামীকাল তাপমাত্রা +৩ ডিগ্রি সেলসিয়াস হলেও সপ্তাহের শেষে মাইনাস – ৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। আগামী শনিবার ৯ জানুয়ারী ভিয়েনায় পুনরায় তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

অন্যদিকে আজ অস্ট্রিয়ায় করোনায় নতুন করে সংক্রমিত সনাক্ত হয়েছেন ১,৪৬৬ জন এবং মৃত্যুবরণ করেছেন ৪৯ জন। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে সংক্রমিত সনাক্ত হয়েছেন ১৫৭ জন। অন্যান্য রাজ্যের মধ্যে NÖ রাজ্যে ৩৮২ জন,Salzburg রাজ্যে ২৭৪ জন,Tirol রাজ্যে ২১৫ জন,OÖ রাজ্যে ১৯৪ জন,Kärnten রাজ্যে ১১৩ জন,Steiermark রাজ্যে ৮০ জন,Vorarlberg রাজ্যে ৫২ জন এবং Burgenland রাজ্যে ৪৯ জন করোনায় নতুন করে সংক্রমিত সনাক্ত হয়েছেন। অস্ট্রিয়ায়

এই পর্যন্ত মোট করোনার আক্রান্তের সংখ্যা ৩,৬৫,৭৬৮ জন এবং মৃত্যুবরণ করেছেন ৬,৩২৪ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন ৩,৩৮,৫৫৪ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ২০,৬১৩ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ৩৬৩ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২,২২৭ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।