ভিয়েনা ০২:১৭ অপরাহ্ন, রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চুনারুঘাটে ১০০ কেজি গাজাঁ জব্দ সাউন্ডবাংলা’র আলোর কবিতা-কথা ও ভালোর গান ক্যান্সার নিয়ে সর্বজনীন সচেতনতা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার হাসিনা-রেহানা পরিবারের ৩ মামলায় আরও ১১ জনের সাক্ষ্য ‎‎‎ ঝিনাইদহে আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেডের কেন্দ্রের উদ্বোধন ইরানে সশস্ত্র হামলা, নিরাপত্তা বাহিনীর ২ সদস্য নিহত তত্ত্বাবধায়ক বাতিলের রায় দিয়েই দেশে রাজনৈতিক সংকটের শুরু: আপিল বিভাগকে বিএনপি হবিগঞ্জ ৫৫ বিজিবির অভিযানে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেটসহ আসামী আটক গ্রীসের ক্রিট (Crete) দ্বীপে গুলিবর্ষণে দুজন নিহত, বেশ কয়েকজন আহত হারামজাদা সাংবাদিক আছে না গেছে; বললেন আনসার কর্মকর্তা খুশি খাতুন

দক্ষিণ অস্ট্রিয়ায় পুনরায় ভারী তুষারপাত !

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:০৩:০৬ অপরাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০
  • ৩০ সময় দেখুন

                                            দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত এবং আহত ১, কয়েকটি রাজ্য সরকারের  সর্বোচ্চ সতর্কতা “রেড এলার্ট” জারি

ভিয়েনা থেকে,কবির আহমেদঃ ব্রিটিশ  দ্বীপপুঞ্জ ও তৎসংলগ্ন আটলান্টিক মহাসাগরে সৃষ্ট একটি শক্তিশালী নিম্নচাপ বলয় ক্রমশ দক্ষিণ ও পূর্ব ইউরোপের দিকে অগ্রসর হচ্ছে। এর ফলে,এই নিম্নচাপ অস্ট্রিয়ার দক্ষিণের আল্পস পর্বতাঞ্চলে বাধাগ্রস্ত হয়ে অস্ট্রিয়ার Kärnten রাজ্য এবং Tirol রাজ্যের Osttirol জেলায় প্রচন্ড তুষারঝড় সহ প্রায় ঘন্টায় ১০০ কি.মি বেগে তুষারঝড়ের সৃষ্টি করবে বলে অস্ট্রিয়ার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

দক্ষিণ অস্ট্রিয়ার সংবাদ মাধ্যম জানিয়েছেন,সোমবার ২৮ ডিসেম্বর সকালে Kärnten রাজ্যের Spittal an der Drau জেলার Kleblach-Lind এর ফেডারেল রাস্তায় ভারী তুষারপাতের সময় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে এক গাড়ির চালক ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। আহত অন্য চালকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সকলকে সাবধানতার সাথে চলাফেরার অনুরোধ করেছেন।

এই তুষারঝড় সোমবার সন্ধ্যায় অস্ট্রিয়া ও ইতালির সীমান্তবর্তী আল্পস পর্বতাঞ্চলে আছড়ে পড়তে শুরু করবে। তাছাড়াও একটি ইতালিয়ান নিম্নচাপ উত্তর ইতালি থেকে দক্ষিণ ও পূর্বে প্রবাহিত হওয়ার ফলে অস্ট্রিয়ার Kärnten রাজ্য ও Osttirol জেলায় এবং অস্ট্রিয়ার সীমান্ত সংলগ্ন প্রতিবেশী স্লোভেনিয়ায়ও ভারী তুষারপাতের পূর্বাভাস দেয়া হয়েছে। তবে সবচেয় বেশী তুষারপাত Osttirol ও Kärnten রাজ্যের উপরের পাহাড়ী জেলাগুলিতে ভারী তুষারপাত ও ঝড়ের পূর্বাভাস ও সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

অবশ্য গতকাল থেকেই এই অঞ্চলে ইতিমধ্যেই প্রায় এক মিটার নতুন তুষারপাত হয়েছে। ফলে অনেক জায়গায় বড় বড় লরীসহ অন্যান্য যানবাহন আটকা পড়েছে। অস্ট্রিয়ার সংবাদ সংস্থা এপিএ জানিয়েছেন,সোমবার ২৮ ডিসেম্বর সকালে “অস্ট্রিয়ান সিভিয়ার ওয়েদার সেন্টার” দুই রাজ্য Kärnten ও Tirol রাজ্যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা জারি করেছেন। তাছাড়াও পার্শ্ববর্তী Salzburg ও Steiermark রাজ্যেও তুষারপাতের পূর্বাভাস দিয়ে সতর্কতা সাথে চলাচলের নির্দেশ দিয়েছেন।

সোমবার সন্ধ্যা অবধি এই নিম্নচাপ পূর্বের নিম্নভূমিতে ঝড়ো হাওয়ার গতিতে প্রবাহিত হতে থাকবে। পরে এই নিম্নচাপ কিছুটা দুর্বল হয়ে নিম্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত আর সমতল ভূমি থেকে ৪০০ থেকে ৫০০ মিটার উপরে ভারী তুষারপাত হবে। তাপমাত্রা মাইনাস – ৫’ ডিগ্রী সেলসিয়াস থেকে + ৭’ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে উঠানামা করবে।।মঙ্গলবার থেকে নিম্নচাপ দুর্বল হয়ে পড়লে আল্পস পর্বতাঞ্চলে প্রচুর বৃষ্টিপাত এবং বুধবার পর্যন্ত সমগ্র দক্ষিণ ও পশ্চিমা অস্ট্রিয়ার কোথাও কোথাও ভারী তুষারপাতের সম্ভাবনার রয়েছে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

এদিকে ভারী তুষারপাতের ফলে Kärnten রাজ্য প্রশাসন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইতালি সীমান্তের আন্তর্জাতিক হাইওয়েতে ৭,৫ টনের উপরে লরী চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন।

Tag :
জনপ্রিয়

চুনারুঘাটে ১০০ কেজি গাজাঁ জব্দ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দক্ষিণ অস্ট্রিয়ায় পুনরায় ভারী তুষারপাত !

আপডেটের সময় ০৪:০৩:০৬ অপরাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০

                                            দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত এবং আহত ১, কয়েকটি রাজ্য সরকারের  সর্বোচ্চ সতর্কতা “রেড এলার্ট” জারি

ভিয়েনা থেকে,কবির আহমেদঃ ব্রিটিশ  দ্বীপপুঞ্জ ও তৎসংলগ্ন আটলান্টিক মহাসাগরে সৃষ্ট একটি শক্তিশালী নিম্নচাপ বলয় ক্রমশ দক্ষিণ ও পূর্ব ইউরোপের দিকে অগ্রসর হচ্ছে। এর ফলে,এই নিম্নচাপ অস্ট্রিয়ার দক্ষিণের আল্পস পর্বতাঞ্চলে বাধাগ্রস্ত হয়ে অস্ট্রিয়ার Kärnten রাজ্য এবং Tirol রাজ্যের Osttirol জেলায় প্রচন্ড তুষারঝড় সহ প্রায় ঘন্টায় ১০০ কি.মি বেগে তুষারঝড়ের সৃষ্টি করবে বলে অস্ট্রিয়ার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

দক্ষিণ অস্ট্রিয়ার সংবাদ মাধ্যম জানিয়েছেন,সোমবার ২৮ ডিসেম্বর সকালে Kärnten রাজ্যের Spittal an der Drau জেলার Kleblach-Lind এর ফেডারেল রাস্তায় ভারী তুষারপাতের সময় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে এক গাড়ির চালক ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। আহত অন্য চালকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সকলকে সাবধানতার সাথে চলাফেরার অনুরোধ করেছেন।

এই তুষারঝড় সোমবার সন্ধ্যায় অস্ট্রিয়া ও ইতালির সীমান্তবর্তী আল্পস পর্বতাঞ্চলে আছড়ে পড়তে শুরু করবে। তাছাড়াও একটি ইতালিয়ান নিম্নচাপ উত্তর ইতালি থেকে দক্ষিণ ও পূর্বে প্রবাহিত হওয়ার ফলে অস্ট্রিয়ার Kärnten রাজ্য ও Osttirol জেলায় এবং অস্ট্রিয়ার সীমান্ত সংলগ্ন প্রতিবেশী স্লোভেনিয়ায়ও ভারী তুষারপাতের পূর্বাভাস দেয়া হয়েছে। তবে সবচেয় বেশী তুষারপাত Osttirol ও Kärnten রাজ্যের উপরের পাহাড়ী জেলাগুলিতে ভারী তুষারপাত ও ঝড়ের পূর্বাভাস ও সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

অবশ্য গতকাল থেকেই এই অঞ্চলে ইতিমধ্যেই প্রায় এক মিটার নতুন তুষারপাত হয়েছে। ফলে অনেক জায়গায় বড় বড় লরীসহ অন্যান্য যানবাহন আটকা পড়েছে। অস্ট্রিয়ার সংবাদ সংস্থা এপিএ জানিয়েছেন,সোমবার ২৮ ডিসেম্বর সকালে “অস্ট্রিয়ান সিভিয়ার ওয়েদার সেন্টার” দুই রাজ্য Kärnten ও Tirol রাজ্যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা জারি করেছেন। তাছাড়াও পার্শ্ববর্তী Salzburg ও Steiermark রাজ্যেও তুষারপাতের পূর্বাভাস দিয়ে সতর্কতা সাথে চলাচলের নির্দেশ দিয়েছেন।

সোমবার সন্ধ্যা অবধি এই নিম্নচাপ পূর্বের নিম্নভূমিতে ঝড়ো হাওয়ার গতিতে প্রবাহিত হতে থাকবে। পরে এই নিম্নচাপ কিছুটা দুর্বল হয়ে নিম্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত আর সমতল ভূমি থেকে ৪০০ থেকে ৫০০ মিটার উপরে ভারী তুষারপাত হবে। তাপমাত্রা মাইনাস – ৫’ ডিগ্রী সেলসিয়াস থেকে + ৭’ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে উঠানামা করবে।।মঙ্গলবার থেকে নিম্নচাপ দুর্বল হয়ে পড়লে আল্পস পর্বতাঞ্চলে প্রচুর বৃষ্টিপাত এবং বুধবার পর্যন্ত সমগ্র দক্ষিণ ও পশ্চিমা অস্ট্রিয়ার কোথাও কোথাও ভারী তুষারপাতের সম্ভাবনার রয়েছে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

এদিকে ভারী তুষারপাতের ফলে Kärnten রাজ্য প্রশাসন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইতালি সীমান্তের আন্তর্জাতিক হাইওয়েতে ৭,৫ টনের উপরে লরী চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন।