ভিয়েনা ০৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বরাদ্দ বাসায় না থাকলে ভাতা বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার: পরিকল্পনা সচিব

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০
  • ১৫ সময় দেখুন

স্টাফ রিপোর্টার, ঢাকা: সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বরাদ্দ বাসায় না থাকলে, বাসাভাড়ার জন্য তাদের যে ভাতা দেয়া হয় তা বাতিলের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) ঢাকায় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেকের সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।

একনেক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পরিকল্পনা বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. আসাদুল ইসলাম।

প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে সচিব বলেন, সরকারি বেতন বৃদ্ধির ফলে এখন যে বাড়িভাড়া পাওয়া যায়, সেটার চেয়ে কম পয়সায় বাইরে বাসাভাড়া পাওয়া যায়। তাই অনেকেই সরকারি বাসায় থাকেননা। ফলে বাসাগুলো তৈরি থাকলেও অব্যবহৃতের কারণে নষ্ট হয়।

তিনি জানান, এ বিষয়ে একনেক বৈঠকে একটা নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। নির্দেশনা অনুযায়ী, যাদের নামে বাসা বরাদ্দ হবে তাদের থাকতেই হবে। যদি না থাকেন তাহলে তারা বাড়িভাড়া বাবদ ভাতা পাবেন না। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

এছাড়া একনেক বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন (১ম সংশোধিত) প্রকল্প, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের তিনটি প্রকল্প এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ‘প্রিপেইড গ্যাসমিটার স্থাপন (২য় সংশোধিত)’ প্রকল্পের অনুমোদন দেয়া হয়।

ঢা. প্র/আরএন/২২.১২

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বরাদ্দ বাসায় না থাকলে ভাতা বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার: পরিকল্পনা সচিব

আপডেটের সময় ০৬:০১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা: সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বরাদ্দ বাসায় না থাকলে, বাসাভাড়ার জন্য তাদের যে ভাতা দেয়া হয় তা বাতিলের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) ঢাকায় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেকের সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।

একনেক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পরিকল্পনা বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. আসাদুল ইসলাম।

প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে সচিব বলেন, সরকারি বেতন বৃদ্ধির ফলে এখন যে বাড়িভাড়া পাওয়া যায়, সেটার চেয়ে কম পয়সায় বাইরে বাসাভাড়া পাওয়া যায়। তাই অনেকেই সরকারি বাসায় থাকেননা। ফলে বাসাগুলো তৈরি থাকলেও অব্যবহৃতের কারণে নষ্ট হয়।

তিনি জানান, এ বিষয়ে একনেক বৈঠকে একটা নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। নির্দেশনা অনুযায়ী, যাদের নামে বাসা বরাদ্দ হবে তাদের থাকতেই হবে। যদি না থাকেন তাহলে তারা বাড়িভাড়া বাবদ ভাতা পাবেন না। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

এছাড়া একনেক বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন (১ম সংশোধিত) প্রকল্প, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের তিনটি প্রকল্প এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ‘প্রিপেইড গ্যাসমিটার স্থাপন (২য় সংশোধিত)’ প্রকল্পের অনুমোদন দেয়া হয়।

ঢা. প্র/আরএন/২২.১২