ইবিটাইমস ডেস্ক : অবশেষে গাজায় কার্যকর হলো যুদ্ধবিরতি। ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে চুক্তির অনুমোদনের পর উপত্যকায় আইডিএফের অভিযান বন্ধের খবর জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
এর আগে, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে চুক্তি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়। ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে।
পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যেই ৪৮ ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেবে হামাস। প্রথমে ২০ জন বেঁচে থাকা বন্দিকে মুক্তি দেয়া হবে। পূর্বে হামাস মধ্যস্তকারীদের জানিয়েছে– নিহত কিছু বন্দির মরদেহের অবস্থান তারা জানে না, যা মরদেহ হস্তান্তরে বিলম্ব ঘটাতে পারে।
বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে দুই হাজারের মতো ফিলিস্তিনি বন্দি ছাড়া পাবে। প্রবেশ করতে দেয়া হবে ত্রাণ সহায়তা।
অন্যদিকে, যুদ্ধবিরতির প্রথম ধাপে গাজার নির্দিষ্ট এলাকা থেকে সরে যাবে ইসরায়েলি সশস্ত্র বাহিনীর (আইডিএফ) সেনারা। তবে উপত্যকার ৫৩ শতাংশ অঞ্চলের নিয়ন্ত্রণ থাকবে তাদের হাতে। পরবর্তী দুই ধাপে গাজা থেকে সম্পূর্ণরূপে প্রত্যাহার করা হবে ইসরায়েলি বাহিনীকে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ‘শান্তি পরিকল্পনা’র প্রথম ধাপ বাস্তবায়নে সম্মতি দিয়েছে হামাস ও ইসরায়েল।
ঢাকা/এসএস






















