ভিয়েনা ১১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
অভিবাসী পুনর্বণ্টনে ইইউর বিশেষ সহায়তা পাবে চার সদস্য দেশ জার্মানিতে স্বেচ্ছাসেবী সামরিক পরিষেবা মডেল চালু লন্ডনে ১২ বছর পর পুনরায় সিরিয়ার দূতাবাস সার্ভিস টাঙ্গাইলে রিকশা শ্রমিকদের সাথে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময় সভা টাঙ্গাইলে প্রাথমিক বিদ্যালয়ে প্লে গ্রাউন্ড স্থাপন, আনন্দমুখর পরিবেশে শিক্ষার নতুন দিগন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত যাত্রীবাহী বাসে আগুন গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ১৭ নভেম্বর  বর্ণবাদ আবার ব্রিটিশ রাজনীতিতে ফিরে এসেছে-বৃটিশ প্রধানমন্ত্রী তুরস্কে আবারও ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনা শুরু করতে আগ্রহী রাশিয়া

অনিয়মিত অভিবাসনে কঠোর ইইউ নীতি চায় পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্র

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৫২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪
  • ১৭ সময় দেখুন

অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে নীতি কঠোর করা এবং জোটের বহিঃসীমান্তে সুরক্ষা বাড়াতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্র

ইউরোপ ডেস্কঃ শুক্রবার (১১ অক্টোবর) ইউরোপের বিভিন্ন ভাষায় প্রকাশিত অভিবাসন বিষয়ক সংবাদ মাধ্যম ইনফোমাইগ্রেন্টস তাদের এক প্রতিবেদনে জানায়, গত ৯ অক্টোবর ইউরোপীয় ইউনিয়নের কাছে এমন আহ্বান জানিয়েছে দেশ দুটি ৷

ইউরোপের এই দুইটি দেশ বিগত দিনগুলোতে অনিয়মিত অভিবাসীদের নিয়ন্ত্রণে ‘নতুন উপায়’ এবং ২০২৬ সালের জুন থেকে কার্যকর হতে যাওয়া অভিন্ন আশ্রয়নীতিতে পরিবর্তন আনার জন্য প্রচার চালিয়ে যাচ্ছে ৷ পোল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পর ইইউ’র অভিন্ন আশ্রয়নীতিকে ‘অপর্যাপ্ত’ আখ্যা দিয়ে চেক প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালা বলেছেন, প্রাগ এবং ওয়ারশ ‘‘একটি কঠোর এবং দ্রুত আশ্রয়নীতি চায় ৷’’

তিনি আরও বলেন, ‘‘আমরা প্রত্যাবাসন নীতিকে জোরদার করতে চাই, যা অকার্যকর৷ আমরা মানবপাচারকারী এবং অনিয়মিত অভিবাসনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে লড়াইয়ের মাত্রা বাড়াতে চাই ৷’’

চলতি মাসের শেষের দিকে বৈঠকে বসতে যাচ্ছেন ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা৷ ওই বৈঠকে অভিবাসন ইস্যুতে জোরালোভাবে কথা বলতে জোটের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক ৷

চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে এক সংবাদ সম্মেলনে টাস্ক বলেন, ‘‘ইইউর অন্যান্য অংশীদারদেরকেও আমাদের বোঝাতে হবে, এবং আমরা সেটা করব৷ আমরা বলতে চাই, ইইউ’র কাজ হলো বাহ্যিক সীমান্ত রক্ষা করা এবং অনিয়মিত অভিবাসনকে ন্যূনতম পর্যায়ে নিয়ে আসা ৷’’

তিনি আরও বলেন, ইউরোপীয় ইউনিয়নকে অনিয়মিত অভিবাসনের চাপ থেকে রক্ষা করতে হবে৷ পোল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের পূর্ব দিকের দেশগুলোর একটি৷ দেশটিকে অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে লড়াই করতে হচ্ছে৷ পোল্যান্ড দাবি করে, প্রতিবেশী বেলারুশ এবং তার মিত্র রাশিয়ার ‘হাইব্রিড’ আক্রমণের শিকার হচ্ছে তারা ৷

২০২১ সালে গ্রীষ্মে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আসা হাজার হাজার অভিবাসী এবং উদ্বাস্তু বেলারুশ হয়ে পোল্যান্ডের সীমান্ত পাড়ি দিয়েছে এবং পাড়ি দেয়ার চেষ্টা করেছে৷ টাস্ক বলেন, ‘‘প্রতিদিন হাজার হাজার পোলিশ সেনা, পুলিশ, সীমান্তরক্ষীরা শুধু সীমান্ত পাহারাই দিচ্ছে না, বরং লুকাশেঙ্কোর (বেলারুশের প্রেসিডেন্ট) প্রশ্রয়ে সৃষ্ট চাপের বিরুদ্ধে লড়াই করছে ৷’’

তিনি বলেন, ‘‘এটি সাধারণ সীমান্ত সুরক্ষার চেয়ে যুদ্ধাবস্থার সঙ্গে সাদৃশ্যপূর্ণ৷ প্রতিদিন গুলির শব্দ শোনা যায় ৷’’

আফ্রিকা থেকে আসা অভিবাসীদের বেলারুশ হয়ে পোল্যান্ডের দিকে ঠেলে দেয়া হচ্ছে বলে মস্কোর বিরুদ্ধে অভিযোগ এনেছে ওয়ারশ৷ গত মে মাসে পোল্যান্ড জানিয়েছে, সীমান্ত সুরক্ষা বাড়াতে ২৩০ কোটি ইউরো ব্যয় করার পরিকল্পনা নিয়েছে দেশটি ৷

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

অভিবাসী পুনর্বণ্টনে ইইউর বিশেষ সহায়তা পাবে চার সদস্য দেশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অনিয়মিত অভিবাসনে কঠোর ইইউ নীতি চায় পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্র

আপডেটের সময় ০৭:৫২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪

অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে নীতি কঠোর করা এবং জোটের বহিঃসীমান্তে সুরক্ষা বাড়াতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্র

ইউরোপ ডেস্কঃ শুক্রবার (১১ অক্টোবর) ইউরোপের বিভিন্ন ভাষায় প্রকাশিত অভিবাসন বিষয়ক সংবাদ মাধ্যম ইনফোমাইগ্রেন্টস তাদের এক প্রতিবেদনে জানায়, গত ৯ অক্টোবর ইউরোপীয় ইউনিয়নের কাছে এমন আহ্বান জানিয়েছে দেশ দুটি ৷

ইউরোপের এই দুইটি দেশ বিগত দিনগুলোতে অনিয়মিত অভিবাসীদের নিয়ন্ত্রণে ‘নতুন উপায়’ এবং ২০২৬ সালের জুন থেকে কার্যকর হতে যাওয়া অভিন্ন আশ্রয়নীতিতে পরিবর্তন আনার জন্য প্রচার চালিয়ে যাচ্ছে ৷ পোল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পর ইইউ’র অভিন্ন আশ্রয়নীতিকে ‘অপর্যাপ্ত’ আখ্যা দিয়ে চেক প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালা বলেছেন, প্রাগ এবং ওয়ারশ ‘‘একটি কঠোর এবং দ্রুত আশ্রয়নীতি চায় ৷’’

তিনি আরও বলেন, ‘‘আমরা প্রত্যাবাসন নীতিকে জোরদার করতে চাই, যা অকার্যকর৷ আমরা মানবপাচারকারী এবং অনিয়মিত অভিবাসনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে লড়াইয়ের মাত্রা বাড়াতে চাই ৷’’

চলতি মাসের শেষের দিকে বৈঠকে বসতে যাচ্ছেন ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা৷ ওই বৈঠকে অভিবাসন ইস্যুতে জোরালোভাবে কথা বলতে জোটের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক ৷

চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে এক সংবাদ সম্মেলনে টাস্ক বলেন, ‘‘ইইউর অন্যান্য অংশীদারদেরকেও আমাদের বোঝাতে হবে, এবং আমরা সেটা করব৷ আমরা বলতে চাই, ইইউ’র কাজ হলো বাহ্যিক সীমান্ত রক্ষা করা এবং অনিয়মিত অভিবাসনকে ন্যূনতম পর্যায়ে নিয়ে আসা ৷’’

তিনি আরও বলেন, ইউরোপীয় ইউনিয়নকে অনিয়মিত অভিবাসনের চাপ থেকে রক্ষা করতে হবে৷ পোল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের পূর্ব দিকের দেশগুলোর একটি৷ দেশটিকে অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে লড়াই করতে হচ্ছে৷ পোল্যান্ড দাবি করে, প্রতিবেশী বেলারুশ এবং তার মিত্র রাশিয়ার ‘হাইব্রিড’ আক্রমণের শিকার হচ্ছে তারা ৷

২০২১ সালে গ্রীষ্মে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আসা হাজার হাজার অভিবাসী এবং উদ্বাস্তু বেলারুশ হয়ে পোল্যান্ডের সীমান্ত পাড়ি দিয়েছে এবং পাড়ি দেয়ার চেষ্টা করেছে৷ টাস্ক বলেন, ‘‘প্রতিদিন হাজার হাজার পোলিশ সেনা, পুলিশ, সীমান্তরক্ষীরা শুধু সীমান্ত পাহারাই দিচ্ছে না, বরং লুকাশেঙ্কোর (বেলারুশের প্রেসিডেন্ট) প্রশ্রয়ে সৃষ্ট চাপের বিরুদ্ধে লড়াই করছে ৷’’

তিনি বলেন, ‘‘এটি সাধারণ সীমান্ত সুরক্ষার চেয়ে যুদ্ধাবস্থার সঙ্গে সাদৃশ্যপূর্ণ৷ প্রতিদিন গুলির শব্দ শোনা যায় ৷’’

আফ্রিকা থেকে আসা অভিবাসীদের বেলারুশ হয়ে পোল্যান্ডের দিকে ঠেলে দেয়া হচ্ছে বলে মস্কোর বিরুদ্ধে অভিযোগ এনেছে ওয়ারশ৷ গত মে মাসে পোল্যান্ড জানিয়েছে, সীমান্ত সুরক্ষা বাড়াতে ২৩০ কোটি ইউরো ব্যয় করার পরিকল্পনা নিয়েছে দেশটি ৷

কবির আহমেদ/ইবিটাইমস